‘একটু উষ্ণতা’ শ্লোগানে মুজিবনগরে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
আমার দারাজের সহোযোগীতায় বৃহস্পতিবার সকালে বল্লভপুর গ্রামে এ সকল কম্বল বিতরন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরনের উদ্বোধন করেন বাগোয়ান ইউনিয়ন চেয়ারম্যান আয়ূব হোসেন। বল্লভপুর প্যারিশের রেভা. মৃত্যুঞ্জয় মন্ডল, ঢোলমারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনএর প্রতিনিধি অসিত মোল্লা উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
আয়োজক সংস্থার নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা বলেন, আমার দারাজ এর সহযোগিতায় এ বছর আমরা ঢাকা, রংপুর, মেহেরপুর এবং বান্দরবান জেলায় মোট ৬৯১ জন দরিদ্র প্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণকরছি। এ কাজে এগিয়ে আসার জন্য আমার দারাজকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে দেশের বিত্তবান ব্যক্তিদের এ মহতী উদ্যোগে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।
চেয়ারম্যান আয়ুব হোসেন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন ও আমার দারাজকে ধন্যবাদ জানান সুদূর ঢাকা থেকে সীমান্তবর্তী এলাকা মুজিবনগরের প্রত্যন্ত গ্রামের অসহায় শীতার্ত ব্যক্তিদের কম্বল পাঠানোর জন্য। তিনিএ কম্বল প্রদান কার্যক্রম অব্যাহত রাখার জন্য দাতা প্রতিষ্ঠান ও আয়োজকদের অনুরোধ জানান।