“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্য নিয়ে মেহেরপুরের মুজিবনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মুুজিবনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে, বুধবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়ে উপজেলা অডিটরিয়ামে নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। উপস্থিত ছিলেন মুজিবনগর থানার এস আই উত্তম কুমার, মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাসান মোস্তাফিজুর রহমান (শের খান)। আইজিএ প্রকল্পের ট্রেড প্রশিক্ষক আছিয়া খাতুন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষনার্থী বৃন্দ।