“নারীর সম-অধিকার সম-সুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্যে মুজিবনগরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকেলে গুডনেইবারস বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর আয়োজনে এই শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে গুডনেইবারস মেহেরপুর সিডিপি এর প্রজেক্ট ম্যানেজার সুব্রত টুডু এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি গুডনেইবারস অফিস প্রাঙ্গন থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে নারী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিএমসি সদস্য শাবানা খাতুনের সঞ্চালনায় এবং গুডনেইবারস মেহেরপুর সিডিপির প্রজেক্ট ম্যানেজার সুব্রত টুডু এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন এর ৬ নম্বর ওয়ার্ড সদস্য ও সিডিপি এর সহ-সভাপতি বাবুল মল্লিক, সিনিয়র অফিসার প্রোগ্রাম রিফাত আল মাহমুদ, সিডিপি এর সদস্য তৃপ্তি কনা মন্ডল।
আলোচনা সভায় অতিথিবৃন্দ, নারীর ক্ষমতায়নে গুড নেইবারস বাংলাদেশে এর ভূমিকা। নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে করনীয়।দিবসের প্রতিপাদ্য বিষয় নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ)নারীর ক্ষমতায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পদক্ষেপ সমূহের উপর আলোচনা করেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য গুডনেইবারস বাংলাদেশ মেহেরপুর সিডিপি কর্তৃক মঞ্জু মল্লিক, রেহেনা খাতুন ও সন্ধ্যা মন্ডলকে সাহসিকা পুরস্কারে ভূষিত করা হয়।