মুজিবনগরে ২০২১-২২ অর্থবছরে ২০২২-২৩/ খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে মুজিবনগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রণোদনা কর্মসূচির বাস্তবায়নের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান,মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, উপজেলা সহকারী কৃষি অফিসার আনিসুর রহমান, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিজানুর রহমান।
চলতি ২০২১-২২ অর্থবছরে ২০২২-২৩/ খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের প্রণোদনায় উপজেলার ১০৯০ জন কৃষকের মাঝে ৫ কেজি ধান বীজ,১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্য বিতরণ করা হবে।
এ ছাড়া গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১৫০ জন কৃষকের মাঝে ১কেজি পেয়াজ বীজ,৪০ কেজি সার, পলিথিন,সুতালী এবং বিকাশের মাধ্যমে ২ হাজার ৮শত টাকা করে প্রদান করা হবে বলে জানান উপজেলা কৃষি অফিস।