মুজিবনগরে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা হিসেবে প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে ২০২২/২০২৩ অর্থবছরে খরিফ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে এই বীজ ও সার বিতরণ করা হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেস বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান , উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন প্রমুখ।
পর্যায় ক্রমে মুজিবনগর উপজেলার চারটি ইউনিয়নের মোট ২২০ জন পেয়াজ চাষীকে ১ কেজি পেয়াজ বীজ , ২০ কেজি ডিওপি সার , ২০ কেজি এম ও পি সার , ১৫০ বর্গমিটার পলিথিন, ৪ শত গ্রাম লাইলণ সুতা, ১শত এম এল কীটনাশক, ১০ এম এল ছত্রনাশক ও বিকাশের মাধ্যমে ২ হাজার ৭ শত টাকা দেয়া হবে।