মুজিবনগরে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ৪ আসামীকে গ্রেফতার করেছে মুজিবনগর থানা পুলিশ।
শনিবার রাত ১টা হতে ভোর ৫ টা মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান এর নের্তৃত্বে এস আই উত্তম কুমার, এস আই নাজমুল ইসলাম, এ এস আই সোহেল রানা, এ এস আই সিমা খাতুন ও সঙ্গীয় ফোর্স সহ মুজিবনগর থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সি আর -৮১/২৪, সি আর- ১১৫/২৪ ওয়ারেন্টভুক্ত আসামী বিদ্যাধরপুর গ্রামের আলিউল আজিম এর স্ত্রী আলিয়া খাতুন , সি আর নং-১১৫/২৪ এর ওয়ারেন্টভুক্ত আসামী মাঝপাড়া গ্রামের মৃত আজিজুল এর ছেলে ঝন্টু, মাঝপাড়া গ্রামের মৃত আজিজুল এর স্ত্রী আম্বিয়া খাতুন, জি আর নং-৮২/২১ এর ওয়ারেন্টভুক্ত আসামী ভবেরপাড়া গ্রামের মৃত জানিয়েল মন্ডল এর ছেলে সাগর মন্ডল কে নিজ এলাকা হতে গ্রেফতার করা হয়।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান মুজিবনগর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে
আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সেই সাথে মুজিবনগর থানা এলাকায় ওয়ারেন্ট মূলে আসামী গ্রেফতার ও মাদক উদ্ধার অভিযান অব্যাহত আছে।