মুজিবনগরে কৃষি প্রণোদনার আওতায় খরিপ-২/২০২৩-২০২৪ মৌসুমে রোপা আমন ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, উপজেলা কৃষি অফিসার আব্দুল মমিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান সহ কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জরিপ-২/২০২৩-২০২৪ মৌসুমে উপজেলার ১ হাজার ২শত জন কৃষকের মাঝে ১০ কেজি করে ডিএপি ১০ কেজি এমওপি এবং ৫ কেজি রোপা আমন বীজ বিতরণ করা হবে।
এবং গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১শত ৮০ জন কৃষকের মাঝে -১কেজি পেয়াজ বীজ ২০ কেজি ডিএপি সার ২০ কেজি এমওপি সার, ১৫০ বর্গমিটার- পলিথিন এবং ১০০ মিলি, : বালাইনাশক বিতরণ করা হবে।