মুজিবনগরে গুডনেইবারস্ বাংলাদেশ মেহেরপুর সিডিপি কোভিড- ১৯ করোনা মহামারিতে উপজেলার ক্ষতিগ্রস্হ পরিবার সমূহে ২০২১ সালে (Response program-২) এর আওতায় সম্পূর্ণ লোকাল ফান্ড সংগ্রহের মাধ্যমে ক্ষতিগ্রস্থ পরিবারসমূহে ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করণে তাদের কর্মএলাকায় পরিবার প্রতি ৭ কেজি চাউল, ১কেজি ডাউল,১লিটার সয়াবিন তৈল,১কেজি লবণ,এবং ২টা করে হাত ধোয়ার সাবান প্রদান করা হয়।
জরুরি খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে সোমবার বেলা সাড়ে ৩ টার সময় গুডনেইবারস্ মেহেরপুর সিডিপি এর বল্লভপুর প্রজেক্ট অফিস চত্তরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় গুডনেইবারস্ মেহেরপুর সিডিপি মেডিক্যাল অফিসার সাজদ্বীপ ইসলামের সঞ্চালনায় এবং সিডিপি
ম্যানাজার লিংকন রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্হিত ছিলেন মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রব,কেদারগঞ্জ বাজার ব্যাবসায়ী কমিটির সভাপতি কুতুবউদ্দীন মল্লিক,সিডিপি সভাপতি ইউপি সদস্য শংকর বিশ্বাস,সিডিপি সহসভাপতি আক্কাস আলী,
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গুডনেইবারস্ মেহেরপুর সিডিপি এর বল্লভপুর প্রজেক্ট অফিস এর ম্যানাজার লিংকন রায় আপনারা অবগত আছেন যে, গুড নেইবার্স বাংলাদেশ দীর্ঘদিন যাবত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম যেমন: শিশু উন্নয়ন: শিক্ষা, স্বাস্থ্য ও শিশু অধিকার সংক্রান্ত কর্মকান্ড; নারী উন্নয়ন: সমবায় ভিত্তিক আয়বৃদ্ধি এবং প্রজনন স্বাস্থ্য ও নারী উন্নয়ন; যুব উন্নয়ন: স্থানীয় যুবকদের জন্য কর্মমূখী শিক্ষা ও স্থানীয় স্বেচ্ছাসেবক কার্যক্রম পরিচালনা করে আসছে।
আমাদের দেশে কোভিড ১৯ সংক্রামিত হওয়ার আগে থেকেই জনসচেতনতা মূলক প্রচারনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে লিফলেট, পোষ্টার বিতরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জনসচেতনতা মূলক প্রচারনা এবং বিএমডিসি নিবন্ধনকৃতদের মাধ্যমে টেলিমেডিসিন স্বাস্থ্য সুবিধা প্রদান করে যাচ্ছি।
বর্তমানে আমরা করোনা মহামারিতে ক্ষতিগ্রস্হ পরিবারের মাঝে লোকাল ফান্ড সংগ্রহের মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছি তার অংশ হিসাবে আজ ১৫২ টি পরিবারের মাঝে জরুরি খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে এবং আগামীতে আপনাদের সহযোগীতায় গুডনেইবারস্ মেহেরপুর সিডিপি এই সহায়তা প্রদান অব্যাহত রাখবে।