মুজিবনগরে বন্ধুদের সাথে খেলা করতে গিয়ে বৈদতিক আর্থিং লাইনে বৃদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রান গেলো
শিলা খাতুন(৬) নামের এক শিশুর।
বুধবার সকাল পৌনে এগারোটার দিকে মুজিবনগর উপজেলার তারানগর গ্রামে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
শিলা খাতুন তারানগর গ্রামের সেলিম উদ্দীনের মেয়ে।
স্থানীয়রা জানান,বিলের পাশের রাস্তার উপর দিয়ে একটি আর্থিং টানা লাইন থাকায় প্রতিদিন সেখানে বাচ্চারা খেলাধূলা করে।
একই ভাবে বুধবার সকালে শিলা খাতুনসহ আশরাফুল ইসলামের মেয়ে তারিন(৬) ও আলতাবের ছেলে নায়েব(৭)একসাথে বিলের পাশে খেলছিলো।
খেলতে খেলতে শিলা খাতুন তারে হাত দিলে হঠাৎ করে সে শক খেয়ে নিচে আছড়ে পরে।
পরে বাচ্চারা আমাদের কাছে যেয়ে বললে আমরা তারাহুরো করে তাকে মুজিবনগর স্বাস্থ কমপ্লেক্ষে নিয়ে আসি।
এদিকে মুজিবনগর স্বাস্থ কমপ্লেক্স এ আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
আর্থিং লাইনে বৃদ্যুৎস্পৃষ্ট হওয়ার বিষয়ে জানতে চাইলে মুজিবনগর সাব জোনাল অফিসের এজিএম বলেন,আর্থিং লাইনে ২ টা তার থাকে।একটি ফেজ একটি নিউটাল।আর্থিং লাইনে কখনো শর্ট করে না। কিন্তু কোন ভাবে যদি নিউটাল তার ছিড়ে যায় সেক্ষেত্রে আর্থিং লাইনে কারেন্ট হতে পারে। হয়তো ঝরের কারনে নিউটাল তার ছিড়ে যাবার কারনে বৃদ্যুৎ চলে আসতে পারে। আর তৎক্ষানিক বাচ্চাটা তারে হাত লাগালে বৃদ্যুৎস্পৃষ্ট হয়।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম জানান, ঘটনা শোনার পর পুলিশের একটি টিম সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি।
কারও কোন অভিযোগ না থাকায় পরিবারের হাতে লাশ হস্তান্তর করা হয়েছে।