মুজিবনগরে গুডনেইবারস বাংলাদেশ মেহেরপুর সিডিপি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই উপজেলার বাগোয়ান ও মোনাখালী ইউনিয়নের ১৪ টি গ্রাম নিয়ে শিশু শিক্ষা, শিশু স্পন্সর, স্বাস্থ্য, বিশুদ্ধ পানি এবং সেনিটেশন, নেটওয়ার্কিং পার্টনারশিপ, এডভোকেসি এবং সামাজিক অর্থনীতি নিয়ে কাজ করে আসছে।
তারই ধারাবাহিকতায় বছরব্যাপী কি কি কর্মসূচি পালন করা হবে সেই পরিকল্পনা প্রণয়নের জন্যই গুড নেইবারস বাংলাদেশ ( পৃথিবীর জন্য সু পরিবর্তন) মেহেরপুর সিডিপি এর আয়োজনে বাৎসরিক পরিকল্পনা সভা (অংশগ্রহন মূলক স্কুল মনিটরিং) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর বল্লভপুর প্রজেক্ট অফিস হলরুমে এই পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা সভায় গুডনেইবারর্স মেহেরপুর সিডিপি এর প্রজেক্ট ম্যানেজার বিভব দেওয়ানের সভাপতিত্বে,গুডনেইবারর্স এর সিনিয়র প্রোগ্রাম অফিসার রিফাত আল মাহমুদের সঞ্চালনায়,সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন।
পরিকল্পনা সভায় বছরব্যাপী যে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে সে বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বাৎসরিক পরিকল্পনা সভায় উপজেলার দশটি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক সহকারী শিক্ষক এবং স্কুল ম্যানেজিং কমিটির সদস্য অংশগ্রহণ করেন।