মুজিবনগরে শিশুশ্রম, বাল্যবিবাহ,শিশুদের যৌন হয়রানি, প্রতিরোধের সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং শিশু সুরক্ষা, শিশু অধিকার, ভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি বল্লভপুর প্রজেক্ট অফিসের আয়োজনে বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
গুড নেইবারস মেহেরপুর সিডিপি বল্লভপুর প্রজেক্ট অফিসের ম্যানেজার বিভব দেওয়ানের সভাপতিত্বে, ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা।
সিডিপির সিনিয়র প্রোগ্রাম অফিসার রিফাত আল মাহমুদ এর সঞ্চালনায় ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুক হরেন্দ্র বিশ্বাস, গুডনেইবারর্স এর এডমিন অফিসার অশোক মালাকার, গুডনেইবারর্স এর ইউথ লিডার শামিম খান। ক্যাম্পেইন অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী চিত্রশিল্পীদের পুরস্কৃত করা হয়।
শিশু অধিকার ক্যাম্পেইন অনুষ্ঠানে বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।