মেহেরপুরের মুজিবনগরে ‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলার গৌরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ সমাবেশের আয়োজন জেলা তথ্য অফিস।
জেলা তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমানের সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ তাজুল ইসলা।
সমাবেশে প্রধান অতিথি উসমান গনি বলেন “উন্নয়নের সাথে সাথে মানুষের জীবন যাত্রার মানও উন্নত হচ্ছে। এখন মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ, হাড়ির পরিবর্তে গ্রামের নারীরাও এখন প্রেসার কুকার, রাইচ কুকার ব্যবহার করছেন। এভাবে প্রতিটা ব্যক্তিগত উন্নয়নের সাথে সাথে দেশের সামগ্রিক উন্নয়ন হচ্ছে”।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলাউদ্দীন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাি আলাউদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামারুল ইসলাম , অন্যান্য শিক্ষক, শিক্ষিকাবৃন্দ। সমাবেশে এলাকার মহিলা অংশ নেন।