মুজিবনগরে আড়ম্বরপূর্ণভাবে পালিত হলো মিনা দিবস।এ উপলক্ষ্যে বর্নাঢ্য শোভাযাত্রা, গল্প শোনানো এবং শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
‘নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’-এ স্লোগাণকে ধারণ করে মুজিবনগর উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ওবাইদুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার এহসানুল হাবিব এবং আলাউদ্দীনসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক – অভিভাবকবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হল রুমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শেখ রাসেল দিবস উপলক্ষ্যে শিশু একাডেমি আয়োজিত প্রাথমিক স্তরের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
প্রতিযোগীতা শেষে প্রতিযোগিতার সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।