মেহেরপুরের মুজিবনগরে প্রশাসনের লোক পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় দুই চাঁদাবাজকে আটক করে পুলিশে দিয়েছে জন সাধারণ।
স্থানীয় জনগণ ও পুলিশ সূত্রে জানা গেছে, মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের রহমান শেখের ছেলে শাকিল শেখ (২৬) এবং ভবানীপুর গ্রামের আরমান আলীর ছেলে হাসিব (১৯) সোমবার বেলা ১০ টার সময় উপজেলার রামনগর গ্রামের শহিদুল মল্লিকের ছেলে সুমন মল্লিক এর বাড়িতে গিয়ে নিজেদেরকে প্রশাসনের লোক বলে পরিচয় দেয় এবং থানায় মামলা আছে এই মর্মে মিথ্যে কথা বলে ভয়-ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে।
এ সময় সুমন মল্লিক বিকেলে টাকা দেওয়ার কথা বললে তারা পুনরায় বিকেল পাঁচটার দিকে সুমন মল্লিকের বাড়িতে এসে মামলা হতে বাঁচানোর কথা বলে দাবি কৃত ২০ হাজার টাকা পরিশোধ করতে বলে। এ সময় স্থানীয় জনতা তাদেরকে আটক করে থানায় সংবাদ দেয় পরে পুলিশ এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল ঘটনার সত্যতা স্বীকার করে জানান,
প্রশাসনের লোক পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় সাধারণ জনগণ তাদের আটক করে মুজিবনগর থানায় খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ধারায় মামলা প্রক্রিয়াধীন আছে।