সিকিউরিটির টাকা ফেরৎ পেতে মুজিবনগর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন কেদারগঞ্জ বাজারের ব্যবসায়ীরা।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টারর সময় এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন হার্ডওয়ার ব্যবসায়ী শহিদুল ইসলাম, আনারুল ইসলাম, ফারুক মল্লিক, মুদি ব্যবসায়ী শাহীন আলী, তুহিন আলীসহ বাজারের বিভিন্ন মানুষ মানববন্ধনে অংশ নেন।
উল্লেখ্য, মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে কেদারগঞ্জ বাজারে মার্কেট তৈরীর ঘোষণা দেই মেহেরপুর জেলা পরিষদ। জেলা পরিষদকে সিকিউরিটির নাম করে কেদারগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি কুতুব উদ্দিন মল্লিক কেদারগঞ্জ বাজারের ২২ জন ব্যবসায়ীর কাছ থেকে জন প্রতি ৩ ও ৪ লাখ টাকা পর্যন্ত সিকিউরিটির টাকা নেন। কিন্তু ব্যবসায়ীদের সেই টাকা জেলা পরিষদে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন।ব্যবসায়ীরা তাদের সেই সিকিউরিটির টাকা ফেরত পেতে এর আগে কুতুব উদ্দীনের বিরুদ্ধে নানা ধরণের কর্মসূচী পালন করেন।
মানববন্ধন শেষে তারা মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্বারকলিপি প্রদান করেন।