ঈদ উপলক্ষে সকল প্রকার গন জমায়েত নিষিদ্ধ করেছে মুজিবনগর প্রশাসন। ঈদ আনন্দে হাজার হজার পর্যটক জমায়েত হয় মুজিবনগর কমপ্লেক্সে। এটি নিয়ন্ত্রণ করতে কঠোর ভূমিকা হাতে নিয়েছে মুজিবনগর প্রশাসন।
এ বিষয়ে মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার উসমান গণি জানান, সরকারি নির্দেশনা মোতাবেক মুজিবনগরে এবার প্রতিটা মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে সকল মুসল্লিগণ জামাতে অংশগ্রহণ করবেন।
তিনি আরো জানান, করণা প্রাদুর্ভাবের কারণে এবার মুজিবনগর পর্যটন কেন্দ্র সবগুলো বন্ধ থাকবে।
এছাড়া মুজিবনগর কমপ্লেক্স অনেক আগেই বন্ধ ঘোষণা করা হয়েছে। এবার ঈদে কোন সাধারণ জনগণকে মুজিবনগরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না।
তাছাড়া সাধারণভাবে সকল জনগণ চলাফেরা করতে পারবে কিন্তু কোন রকম মোটরসাইকেল শো ও গণজামায়েতে অংশগ্রহণ করতে পারবে না।
মুজিবনগর থানা অফিসার ইনচার্জ আব্দুল হাসেম জানান, সরকারি নির্দেশনা মোতাবেক আমরা মুজিবনগর থানার পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি আমাদের সকল স্থানে পুলিশ সদস্য উপস্থিত থাকবে।
কোন ধরনের মোটর সাইকেল শো এবং গণজমায়েত দেখতে পেলে সরাসরি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য মুজিবনগর থানার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
মেপ্র/এমএফআর