“সকলের জন্য ন্যায়বিচার” “শিশুশ্রম বন্ধ করুন” এই স্লোগানে মুজিবনগরে গুডনেইবারর্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি বল্লভপুর প্রজেক্ট অফিসের আয়োজনে, বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে উপজেলার ভবেরপাড়া সেন্ট জেভিয়ার জুনিয়র হাই স্কুল এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গুড নেইবারস বাংলাদেশ মেহেরপুর সিডিপি ম্যানেজার বিভব দেওয়ানের নেতৃত্বে সেন্ট জেভিয়ার জুনিয়র স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে স্কুল হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সিডিপি ম্যানেজার বিভব দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা।
আলোচনা সভায় উপস্থিত থেকে দিবসটি উদযাপনের উদ্দেশ্য ও দিবসের তাৎপর্য, শিশুর সংজ্ঞা, শিশু শ্রম কাকে বলে এবং কিভাবে প্রতিরোধ করা যায়, শিশুশ্রম কিভাবে শিশুদের শারীরিক ও মানসিক ভাবে বাধাগ্রস্ত করে, শিশুশ্রম প্রতিরোধে বিদ্যালয়ের ভূমিকা, শিশুশ্রম প্রতিরোধে সরকারি বিভিন্ন উদ্যোগ, সামাজিকভাবে শিশু শ্রম প্রতিরোধে করণীয়, বিষয়ের উপর বক্তব্য রাখেন, সেন্ট জেভিয়ার জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক সিস্টার মালতি মালো, ভবেরপাড়া ক্যাথলিক মিশনের ফাদার মিস্টার বাবুল বৈরাগী, সিডিপি এর এডমিন অফিসার অশোক মালাকার, সিডিপি এর মেডিকেল অফিসার ডঃ শুভ কুমার মজুমদার।
আলোচনা সভার শেষে অংশগ্রহণকারী শিশুদের মাঝে শিশুশ্রম প্রতিরোধ বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।