মুজিবনগরে ঔষধ ফার্মেসিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে মুজিবনগর উপজেলার মহাজনপুর বাজারের কেফায়েত ফার্মেসি ও মেডিসিন গ্যালারি ফার্মেসিতে এ অভিযান চালানো হয়।
এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে কেফায়েত ফার্মেসীর প্রোপ্রাইটর বাবুপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে মিরাজুল ইসলামের কাছ থেকে দশ হাজার টাকা ও মেডিসিন গ্যালারি ফার্মেসিকে ফিজিশিয়ান স্যাম্পল পাওয়ায় এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম।
তিনি জানান, অভিযান চলাকালীন মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়ায় ড্রাগ আইন ১৯৪০ এর ২৭ ধারা অনুসারে দুই ফার্মেসিতে জরিমানা করা হয়।
অভিযান চলাকালীন ঔষধ প্রশাসন অধিদপ্তরের জেলা কার্যালয় এর সহকারী পরিচালক কে এম মুহশীনিন মাহবুব উপস্থিত ছিলেন।