মুজিবনগরে অবৈধভাবে অর্থের বিনিময়ে তাসের মাধ্যমে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলা করার সময় ৪ জুয়াড়ীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ।
শনিবার রাত এগারোটার দিকে মুজিবনগর থানা পুলিশ কেদারগন্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন, মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে রেজা(৪৫),ঢোলমারী গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল হান্নান (৪৫),একই গ্রামের রহমতউল্লাহর ছেলে তাহাজউদ্দীন(৫৫) ও রতনপুর গ্রামের অধির মন্ডলের ছেলে জনি মন্ডল(৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, কেদারগন্জ বাজারের পাশে আলীর আমবাগানে জুয়া খেলা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেলের নেতৃত্বে এসআই উত্তম কুমার,এসআই জুয়েল হোসেন,এসআই সুভাষ কুমার রায়, এএসআই আলী হোসেনসহ পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। অভিযান চলাকালীন সময় আসামীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার সময় পুলিশ তাদের আটক করে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল জানান,গ্রেফতারকৃত
আসামীদের নামে অবৈধভাবে অর্থের বিনিময়ে তাসের মাধ্যমে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলার অপরাধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় মামলা দিয়ে রবিবার বিকালে আদালতের মাধ্যেমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।