মেহেরপুর মুজিবনগর র্যালী ও আলোচনাসভার মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় জাতীয় জন্মনিবন্ধন দিবস পালিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার উসমান গনীর নেতৃত্বে জন্মনিবন্ধন দিবসের একটি র্যালী বের হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে র্যালীটি শহরের প্রধান প্রাধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে এসে শেষ হয়।
এ সময় উপজেলা উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খাঁন,উপজেলা ভাইস চেয়ারমান রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন,উপজেলা এলজিডি ইন্জিনিয়ার শাহীন আক্তার,উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা জুয়েল আহম্মেদ, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খন্দকার প্রমুখ উক্ত র্যালীতে অংশ গ্রহন করে।
র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার উসমান গনীর সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে জন্মনিবন্ধন দিবসের আলোচনা
সভা অনুষ্ঠিত হয়।
এমপি/ মুজিবনগর প্রতিনিধি