মুজিবনগরে আরিফা খাতুন (২২) নামের এক যুবতী মেয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সকাল ১১টার দিকে নিজ ঘরে এ ঘটনা ঘটে
নিহত আরিফা খাতুন মুজিবনগর উপজেলার মোনাখালী ২ নং ওয়ার্ড পূর্বপাড়ার আকবার আলীর বড় মেয়ে।
জানা গেছে, আকবার আলীর ৬ সন্তানের ভিতর আরিফা খাতুন সকলের বড়।
আকবার আলী একজন দিনমুজুর। ৬ সন্তান নিয়ে খুব অভাব অনটনে সংসার চলে তাদের।
গত ৪ বছর আগে বড় মেয়ে বিয়ে হয়, তবে বিয়ে কয়েক মাসের মাথায় তাদের মধ্যে বিছিন্ন হয়ে যায়। তার পর থেকে তাদের স্বামী স্ত্রীর ভিতর কোন যোগাযোগ থাকে না।
তবে আজ সকালে মোবাইলে কারও একজনের সাথে কথা বলার পর এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে যানা গেছে।
স্থানীয়রা জানান, তাদের পরিবারের ভিতর কোন ধরনের ঝগড়া-ঝাটি হতে দেখিনি। তবে তাদের খুব কষ্টে সংসার চলে। হয়তো কষ্ট সয্য না করতে পেরে অথবা মানুষিক টেনশনে এ ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।
মুজিবনগর থানা অফিসার ইনচার্জ আব্দুল হাশেম জানান, আমরা ঘটনা শোনার পর সেখানে গিয়েছি। তাদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি।
তবে আত্মহত্যার পিছনে আসল রহস্য কি? সেটা বের করার জন্য লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে আরিফার আত্মহত্যার পিছনের রহস্য।
এদিকে আত্মহত্যার খবর শুনে সার্কেল এসপি মুস্তাফিজুর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেন।
মেপ্র/ আরপি