মেহেরপুরের মুজিবনগরে লকডাউন ও মাস্ক পরিধান নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের নেতৃত্বে উপজেলার কেদারগঞ্জ বাজার দারিয়াপুর বাজার সহ বিভিন্ন বাজারের দোকান গুলোতে অভিযান পরিচালনা করেন।
এ সময় তিনি স্বাস্থ্য বিধিমেনে এবং মাস্ক পরিধান করে সরকারি প্রজ্ঞাপন মেনে চলা ফেরা ও পণ্য ক্রয় বিক্রয় করার জন্য সকলকে নির্দেশ প্রদান করেন এবং খাবারের হোটেল গুলোতে পার্সেল এর মাধ্যমে খাবার বিক্রয়ের জন্য নির্দেশ প্রদান করেন।
এ সময় মাস্ক পরিধান না করার কারনে ৩ জনের কাছ থেকে ৬০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং শ্রমজীবি মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
অভিযানে গাংনী র্যাব এর একটি টিম নির্বাহী অফিসারকে সহযোগীতা করেন।