মুজিবনগরে ১৪ই ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পু্ষ্পস্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স অবস্থিত, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।
পুষ্পস্তবক অপন করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার ও মুজিবনগর থানার নবাগত ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস। বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম।
পরে মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকারের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন, মুজিবনগর থানার নবাগত ইনচার্য (ওসি) মেহেদি রাসেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মামুনুর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার কাজী নজরুল ইসলাম উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন।বীর মুক্তিযোদ্ধা আহসান আলী খাঁন,বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান।
মহান মুক্তিযুদ্ধে নিশ্চিত পরাজয় জানতে পেরে পাকিস্তানি দালাল রাজাকার, আলবদর, আলশামস, এর সহযোগিতায় পাকবাহিনী বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য কিভাবে নিশংসভাবে দেশের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। সে বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা করেন আলোচকরা। সময় উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সাংবাদিক শিক্ষকবৃন্দ, উপস্থিত ছিলেন।