মুজিবনগরে স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) সকালে মুজিবনগর উপজেলা বিএনপি’র আয়োজনে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স পর্যটন মডেলে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মুজিবনগর উপজেলা বিএনপি’র প্রবিণ নেতা হাজী বদর উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও মুজিবনগর উপজেলা বিএনপি’র সভাপতি আমিরুল ইসলাম।
মুজিবনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, মহাজনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল হক কালু, মুজিবনগর উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব মশিউর রহমান, মোনাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রায়হান কবির, মুজিবনগর উপজেলা বিএনপি নেতা আবু সাদী মাস্টার, মুজিবনগর উপজেলা বিএনপি নেতা সাবেক মেম্বার নজরুল ইসলাম, মোনাখালী ইউনিয়ন বিএনপি নেতা রবিউল ইসলাম খান রবি, মোনাখালী ইউনিয়ন বিএনপি নেতা সুরুজ আলী খান, বাগোয়ান ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, মুজিবনগর উপজেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদ, ভবেরপাড়া বিএনপি নেতা রেজাউল করিম, মুজিবনগর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হারুনর রশিদ, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সালাউদ্দিন আহমেদ প্রিন্স, মুজিবনগর উপজেলা জাসাসের সভাপতি জুলফিকার খান হেলাল, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির নেতা ওয়াসিম আকরাম, দারিয়াপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবু আহনাফ লিংকন প্রমুখ।
এছাড়াও এসময় মুজিবনগর উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, ছাত্রদলসহ বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।