মেহেরপুরের মুজিবনগর উপজেলায় সোনাপুরে হিমেল নামের শিশুকে নির্যাতন করার অভিযোগ উঠেছে একই গ্রামের আনারুলের স্ত্রীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকালে মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে হিমেল (৮) নামের শিশুকে নির্যাতন করেছে একই গ্রামের আনারুল ইসলামের স্ত্রী রিক্তা।
হিমেলের মা রিজিয়া খাতুন মেহেরপুর প্রতিদিনের কাছে লিখিত অভিযোগের মাধ্যমে জানান জানান, মহল্লাই ঝগড়া হচ্ছিল রাস্তা দিয়ে হিমেল হেটে যাচ্ছিল রাস্তায় দাড়িয়া থাকা রিক্তার গায়ে ধাক্কা লাগে। এতে রিক্তা রাগান্নিত হয়ে হিমেলকে ধরে পেটাতে থাকেন।
এ সময় হিমেলের মা রিজিয়া খাতুন সহ অনেকেই হিমেলকে রক্ষা করতে এগিয়ে আসলে রিক্তা বাধা দেন এবং হিমেলের মাকেও মারধর করে। রিক্তা শিশু হিমেলকে চড় থাপ্পড় কিল ঘুষি দিতে দিতে টেনে-হিঁচড়ে নিয়ে যেতে থাকেন।
তাকে আমি উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। দুদিন চিকিৎসা থাকার পরে শনিবার বিকালে তাকে বাড়ি নিয়ে আসা হয়।
-মুজিবনগর অফিস