মুজিবনগর উপজেলার দারিয়াপুর কাঠাল তলা বাজার পরিদর্শন কালীন পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত Marise সিগারেট জব্দ করা হয়েছে। আবুল খায়ের টোবাকো কোম্পানির বিক্রয় প্রতিনিধি মোঃনজরুল ইসলাম এর নিকট হতে এই পুরাতন সিগারেট শব্দ করা হয়। ধুমপান ও তামাকজাত দ্রব্যব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫এর ধারা ১০ এবং বিধিঃ৯ এর(ঙ) লংঘের অপরাধে এই ব্যাবস্থা নেওয়া হয়।