মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে, স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে র্যালী আলোচনা সভা ও ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মুজিবনগরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে রোববার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরে শেষ হয়ে সেখানে উন্নয়ন মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন মেলার উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। আলোচনা সভায প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা প্রকৌশলী খালিদ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আহসান আলী খাঁন, মুজিবনগর মডেল থানার এসআই হেকমত আলি ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জহুরুল আমিন প্রমূখ।
উপজেলা পরিষদ সিএ শিমুল হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ থেকে আগত উপকারভোগীগন, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। ১৭, ১৮ ও ১৯ সেপ্টেম্বর ৩ দিনব্যাপী প্রত্যহ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার দিবস মেলা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। মেলায় উপজেলা পরিষদ চত্বর, জনসাস্থ্য প্রকৌশল, উপজেলা পল্লী উন্নয়ন অফিস, সমবায় অফিস এলজিইডি, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন দপ্তর স্টল বসাবেন। উল্লেখ্য, মেলায় জন্ম ও মৃত্যু সনদ প্রদান, ফ্রি চিকিৎসা সেবাসহ বিভিন্ন দপ্তরের সেবা সমূহ প্রদর্শন করা হবে।