মুজিবনগরে খ্রিষ্টিয় আনন্দ মেলায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন তিন যুবক। এদের মধ্যে সুমন নামের এক যুবকের একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে এবং একটি পা কেটে ঝুলছে। শরীরের বিভিন্ন স্থানেও জখম হয়েছে।
আহত তিনজনই মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলাধীন আনন্দবাস গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে সুমন ভানু মণ্ডলের ছেলে, পিউ পিন্টু মণ্ডল এবং প্রসান পিতর মণ্ডলের ছেলে।
একটি মোটরসাইকেল যোগে বল্লভপুর খ্রিষ্টিয় সপ্তাহব্যাপী আনন্দ মেলায় দ্বিতীয় দিন ঘুরতে আসে ৃমেলায় আসার পথে কেদারগঞ্জ বাজারের অদূরে বল্লভপুর তিন রাস্তার মোড়ে বিপরীত দিক থেকে যাওয়া একটি ট্রলির সাথে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের সুমন নামক এক ব্যক্তির মোটরসাইকেল এর সাথে সংঘর্ষে মোটর বাইকে থাকা প্রসান, পিউ মারাত্মকভাবে আহত হয়। এদের মধ্যে সুমন (২০) প্রচন্ড আঘাত পাওয়ায় তার ডান হাত কেটে পড়ে যায়, পা কেটে ঝুলন্ত অবস্থায় এবং শরীরের অন্যান্য স্থান মারাত্মকভাবে জখম হয়।
মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকবৃন্দ প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য প্রসান মন্ডলকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন এবং পিউ ও সুমন কে
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
এই ঘটনার প্রেক্ষিতে বল্লভপুর তিন রাস্তার মোড়ে থাকা স্থানীয় জনগণ ট্রলি ও মোটরসাইকেলটি জব্দ করে। পরবর্তীতে মুজিবনগর থানা পুলিশ ট্রলি ও মোটরসাইকেলটি তাদের হেফাজতে নেয়।