মেহেরপুরের মুজিবনগরে সড়কে বালি রাখার অপরাধে মনিরুল ইসলাম নামের এক ব্যক্তির কাছে থেকে ৫হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকাল ৫ টার দিকে উপজেলার দারিয়াপুরে মুজিবনগর-মেহেরপুর প্রধান সড়কের পাশে বালি রেখে চলাচলের বিঘ্ন সৃষ্টি করছে এমন সংবাদ পেয়ে মুজিবনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম এ আদালত পরিচালনা করেন। দণ্ডিত মনিরুল ইসলাম দারিয়াপুর গ্রামের মৃত ওয়াছেদ আলির ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, মুজিবনগরের প্রধান সড়কের পাশে বালি রেখে জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে দারিয়াপুর গ্রামের মনিরুল ইসলামের কাছ থেকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৮৯ ধারা অনুযায়ী প্রধান সড়কের পাশে বালি রেখে জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতে চলাকালীন মুজিবনগর থানার এস আই বাবলু সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।