২০২০-২১ অর্থবছরে এলজিএসপি-৩ এর আওতায় ১৫ আগস্ট সকল শহীদদের উৎসর্গ করে বাগোয়ান ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়, ক্লাব ও ব্যাক্তিদের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর উপর লেখা বিভিন্ন বই, সিলিং ফ্যান ও অক্সিমিটার বিতরণ করা হয়েছে।
সামগ্রী বিতরণ উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে বাগোয়ান ইউনিয়ন পরিষদ হল রুমে এক অনুষ্ঠানের আয়োজন,
মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক, মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার
সুজন সরকার , ডিএফ (এলজিএসপি-৩),
সরোয়ার হোসেন,
প্রধান অতিথি মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম ত তার বক্তব্যে বলেন এলজিএসপি-৩ এর আওতায় রাস্তানির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে সিলিং ফ্যান, ৩নং বাগোয়ান ইউনিয়ন পরিষদের প্রাচীর ও দৃষ্টিনন্দন গেট স্থাপিত হয়েছে এবং বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, ইউপি সদস্য, শিক্ষার্থী সহ অনুষ্ঠানে উপস্থিত সকলকে এলজিএসপি-৩ এর আওতাধীন কার্যপ্রণালী সম্পর্কে অবহিত করেন তিনি।
এ সময়
২০২০-২১ অর্থবছরে এলজিএসপি-৩ এর আওতায় ৩নং বাগোয়ান ইউনিয়ন পরিষদের বিভিন্ন বিদ্যালয়, ক্লাব ও ব্যাক্তিদের মাঝে বঙ্গবন্ধু নিজের লেখা দুটি বই, ২০০টি
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী এবং১০০টি কারাগারের রোজনামচা বই বিতরণ করা হয় তাছাড়া ৫৪ টি
সিলিং ফ্যান ও ১৫০ টি অক্সিমিটার বিতরণ করা হয়।