ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাভাবিক জীবনের এসে স্বাবলম্বী হওয়ার আশা পূরণ করল উপজেলা সমাজসেবা অধিদপ্তর তৈরি করে দেয়া হলো কর্মসংস্থান পথ।
মুজিবনগর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও বাংলাদেশ জাতীয় সমাজকল্যান পরিষদের অর্থায়নে তাদের কর্মসংস্থান ব্যাবস্থা করে দেয়া হয়।উপজেলা
কর্মসংস্থানের লক্ষে ৩ জন প্রতিবন্ধি ভিক্ষুকের হাতে তুলে দেয়া হয় একটি করে ক্ষুদ্র ব্যবসা (মুদি-মনিহারি দোকান) ও ১ জন নারির হাতে তুলে দেয়া হয় একটি গাভি গরু।
বৃহস্প্রতিবার বেলা সাড়ে বারোটার দিকে মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের খানপুর গ্রামের শাহাবুদ্দীনের ছেলে খবিরুল ইসলাম,মহাজনপুর গ্রামের লুতফর রহমানের মেয়ে পাপিয়া খাতুন ও বাগোয়ান ইউনিয়নের জয়পুর গ্রামের সুধীর মন্ডলের ছেলে জোসেফ মন্ডলকে ক্ষুদ্র ব্যবসার জন্য (মুদি-মনিহারি দোকান) উপহার দেওয়া হয় এবং
মোনাখালী ইউনিয়নের মোনাখালী গ্রামের মুনছুর শেখের ছেলে জহিরুল ইসলামকে একটি গাভী গরু উপহার দেওয়া হয়। উপকারভোগীদের হাতে সেগুলো তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা ,মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা উপস্থিত ছিলেন।