লোকের জমিতে কামলা খেটে দুটো পয়সা জোগাড় করে ৬ কাঠা জমিতে কলার আবাদ করেছিলাম। কার শত্রুতা আমার উপর বুঝতে পারছিনা। আমার তো কোনো সম্পদ নেই। আমার ক্ষতি কেনো করলো। একমাত্র সম্বল ৬ কাঠা জমির কলাক্ষেত হারিয়ে এভাবেই কথাগুলো বললেন মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের বর্গাচাষী শরিয়তুল্লাহ ওরফে সরন।
রবিবার দিবাগত রাতের কোনো এক সময় বাগোয়ান গ্রামের পূর্ব মাঠে শরিয়তুল্লাহ’র ৬ কাঠা জমিতে লাগানো ১৩৬ টি কলাগাছ কেটে তছরুপ করেছে দূর্বৃত্তরা।
শরিয়তুল্লাহ জানান, বিদেশ গিয়েছিলাম। সেখান থেকে খালি হাতে ফিরে এসেছি। আমার মাত্র ১৮ কাঠা জমির মধ্যে পূর্ব মাঠে মাত্র ৬ কাঠা জমিতে কলা আবাদ করেছিলাম। ১৩৬ কলার কাঁদি ৫০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছিলাম। অগ্রীম ১০ হাজার টাকা দিয়ে একজন কলা ফঁড়িয়া কিনে নিয়েছিলেন। এখন তো তাকেও সেই ১০ হাজার টাকা ফেরত দিতে হবে। আমি এখন কি করবো ভেবে পাচ্ছিনা। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।