মেহেরপুেরর মুজিবনগর উপজেলার কোমরপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে কোমরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগতদের বরণ করে নেওয়া হয়েছে।
শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাজনপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মো: আমাম হোসেন মিলু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মাদার সর্দার,যুব মহিলা লীগ কর্মী জনাবা গুলশান আরা রুনু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নুর ইসলাম, সহকারি শিক্ষক শহিদুল ইসলাম,মাবুদ বিশ্বাস,মুহসিন আলী,সিরাজুল ইসলাম,মাহাবুল হক সহ আরো অনেকে।
এছাড়া বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে ঝিলিক,বর্ষা হালদার,রাবেয়া আক্তার মিম সহ অন্যান্য শিক্ষার্থীরা তাদের বিদায়ী বক্তব্য প্রদান করে। অনুষ্ঠান উপস্থাপনা করেন জনাব সাইফ আলি।
এর আগে বিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে বরণ করে নেয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া করা হয় এবং তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।