মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদে দু:স্থ ও অতি দরিদ্রদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৮ টার সময় বাগোয়ান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের ১২ টি গ্রামের ২০০৫ টি পরিবারের মাঝে অতি দরিদ্রের সামাজিক নিরাপত্তা বেষ্টনি কার্যক্রম ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসুচির আওতায় এই চাউল বিতরণ করা হয়।
বাগোয়ান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মল্লিক উপস্থিত থেকে চাউল বিতরণের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা সেলিম রেজা, বাগোয়ান ইউনিয়ন পরিষদের সদস্য সোহরাব উদ্দিন, রমজান আলী, ইউনিয়ন পরিষদের সচিব রশিদুল ইসলাম, পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর হাসানুজ্জামান খান সহ ইউনিয়ন পরিষদের কর্মরত গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।