মুজিবনগরে উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে তারুণ্যের উৎসব ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের ভাবনাই নতুন বাংলাদেশ শীর্ষক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি ) সকালে “এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়” এই স্লোগানে মোনাখালি ইউনিয়ন কার্যালয়ে এ কর্মশালাটি আয়োজন করা হয়।
মোনাখালি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান।
গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আরিফ খান, মোনাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রায়হান কবির, মোনাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শাহাদাৎ হোসেন, কম্পিউটার অপারেটর মেহেদী হাসান, গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
কর্মশালায় উপস্থিত তরুণ-তরুণীরা নতুন বাংলাদেশ গড়ার তাদের স্বপ্ন ও পরিকল্পনা লিখিত আকারে উপস্থাপন করেন। তাদের চিন্তাধারা ও অভিমত নতুন বাংলাদেশ গঠনে ইতিবাচক দিক নির্দেশনা প্রদান করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, এই কর্মশালাটি নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, নৈতিক শিক্ষা এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে।