মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামের সেই আকামুল ইসলাম আদালতের একটি মামলার পরোয়ানায় গ্রেফতার হয়েছে।
আজ শুক্রবার দুপুরে মুজিবনগর থানা পুলিশের একটি টীম উপজেলার রশিকপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
আকামুল ইসলাম রশিকপুর গ্রামের তাজ উদ্দীনের ছেলে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন আদালতের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, রশিকপুর গ্রামের তাজ উদ্দীনের ছেলে আকামুল ইসলাম, সাইফুল ইসলামের ছেলে আব্দুল মতিন, আব্দুল কুদ্দুছের ছেলে সিরাজুল ইসলাম, জাহান আলীর ছেলে কালু ও মোলাম হোসেনের ছেলে রাজু মিলে ৬ সদস্যের একটি গ্রæপ তৈরী করে এলাকার মানুষের মাঝে আতংক তৈরী করেছে। সাম্প্রতিক সময়ে ওই গ্রামের আলেক হোসেনের বাড়িতে একজন নারী আত্মীয়কে জড়িয়ে মিথ্যা ভয়ভীতি দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবী করে। পরে আলেক হোসেন তাদের ৩০ হাজার টাকা চাঁদা দেন। তারা বাকী ৭০ হাজার টাকার জন্য ওই বাড়িতে দেশীয় অস্ত্রসহ গিয়ে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে গ্রæপটি। এলাকার মানুষ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহষ পাইনা বলে জানালেন স্থানীয়রা।