মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামে ফসলের বেড়া কেটে জোর করে জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এঘটনায় মুজিবনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভূক্তভোগী পরিবার। আজ শুক্রবার (১৫ জুলাই) সকালের দিকে জমি দখলের এ ঘটনা ঘটে।
ভূক্তভোগী আব্দুল মাজেদ খান বলেন, রশিকপুর গ্রামের মৃতু দলিল শেখের ছেলে কেরা বাবু ও তার ছেলে রশিদুল শেখ, কুদ্দুছ শেখের ছেলে সিরাজ শেখ ও মৃত তাহাজ উদ্দীনের ছেলে আকামুল ইসলাম আজ সকালের দিকে আমার কলা ক্ষেতের বেড়া কেটে জমি দখল করে।
এসময় আমি ও আমার পরিবারের লোকজন তাদের বাধা দিতে গেলে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার হুমকী দিয়ে তাড়িয়ে দেই। তারা আমার পরিবারের লোকজনকে হত্যার হুমকী দিচ্ছে। যার কারণে আমার পরিবারের লোকজন এখন আশংকার মধ্যে রয়েছে। জমি দখলকারীরা মাদক বিক্রেতা ও সন্ত্রাসী বলেও জানান তিনি।
আব্দুল মাজেদ আরও বলেন, ওই দখলদাররা আমার জমির প্রায় দুই বিঘা কলা ক্ষেত কেটে তছরুপাত করেছে। এতে আমার প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
এঘটনায় আব্দুল মাজেদ খান মুজিবনগর থানায় একটি লিখিত অভিযোগ দিলে মুজিবনগর থানা পুলিশের একটি টীম ঘটনাস্থলে পৌছালে পালিয়ে যায় দখলকারীরা।
বিশ্বনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সিহাব উদ্দীন জানান অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে জোর করে দখল করা বন্ধ করে দিয়ে এসেছি। ভুক্তভোগী থানায় মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে।