বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই তামিম ইকবালকে হারিয়েছে টাইগাররা।
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার কিছুক্ষণ পরেই ৯ রান করে সাজঘরে ফিরেন তামিম ইকবাল। ১৫ বলে ২ চারে ৯ রান করেন তামিম। ক্যারিবীয় ফাস্ট বোলার কেমার রোচের করা ইনিংসের পঞ্চম ওভারে লেন্থ বলে শট খেলতে এগিয়ে এসেছিলেন তামিম। কিন্তু দ্রুতগতির বল তার ব্যাট ও প্যাডের ফাঁক গলে স্ট্যাম্প ভেঙে দেয়।
এদিন ৯ রান করে মুশফিকুর রহিমকে টপকে যান তিনি। টেস্টে মুশফিকের রান ৪ হাজার ৪১৩। তামিমের ৪ হাজার ৪১৪। মুশফিক এখনো ব্যাটিংয়ে নামেননি। তাই তার সামনে সুযোগ আছে ওপেনারকে ছাড়িয়ে যাওয়ার।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬১ রান। সাদমান ইসলাম ৩১ ও নাজমুল হোসেন শান্ত ২১ রানে ব্যাট করছেন।