নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করা ছাড়া মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ না দিতে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে আইনি নোটিশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার তিনজন আবেদনকারীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ হাসান আলী এই নোটিশ পাঠান।
মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার পর প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় এই প্রক্রিয়ার বাইরে স্বেচ্ছাসেবক নামধারী মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়ায় ছয়জনকে লিগ্যাল নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।
বিশেষ বিবেচনায় ১৮৩ মেডিকেল টেকনোলজিস্টকে সরাসরি স্থায়ী নিয়োগ দেওয়ার পর নতুন করে ৮৮৯ পদে নিয়োগের জন্য স্বাস্থ্য অধিদপ্তর গত ২৯ জুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে। সেই মোতাবেক ২০ জুলাই চাকরিপ্রার্থীদের আবেদনের শেষ তারিখ নির্ধারিত ছিল।
এই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে নিয়োগ বিধি-বহির্ভূতভাবে স্বেচ্ছাসেবক নামধারী মেডিকেল টেকনোলজিস্টদের সরাসরি স্থায়ী নিয়োগের তৎপরতা চালাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।
সূত্র- বিডি-প্রতিদিন