মেহেরপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা,সাবেক ইউপি চেয়ারম্যান ও মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম ছরোয়ারের জানাযা ও দাফন সম্পন্য হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টার সময় তার নিজ গ্রাম চিৎলা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। পরে তাকে কেন্দ্রিয় কবরস্থানে দাফন করা হয়।
গোলাম ছারোয়ার মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের চিৎলা গ্রামের মৃত সামসুল হকের ছেলে। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। সংসার জীবনে তিন ছেলে ও দুই মেয়ের জনক গোলাম ছারোয়ার।
রাজনৈতিক জীবনে ১৯৬২ সালে মেহেরপুর কলেজে বাংলাদেশ ছাত্রলীগের কমিটি গঠন করে কুষ্টিয়া জেলার নের্তৃবৃন্দ। ওই সময় সাহাবাজ উদ্দিন নিজ্জুকে সভাপতি ও গোলাম ছারোয়ারকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়। সেই থেকেই তিনি জেলার একজন আওয়ামীলীগ সংগঠক হিসেবে কাজ করেন। স্বাধীনতা পরবর্তীতে তিনি ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয় । তার জনপ্রিয়তায় তিন বার ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে জনগণের সেবা করেন । বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামীলীগের মেহেরপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টার দায়িত্বে ছিলেন।
গোলাম ছারোয়ারের মৃত্যুতে মেহেরপুরের রাজনীতিতে অপুরুনীয় শুন্যতা অনুভব করছে। অনুষ্ঠিত জানাযায় মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহম্মদ সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এমএখালেক, সহ সকল শ্রেনীর মানুষ উপস্থিত ছিলেন।