মেহেরপুর জাতীয় সাহিত্য পরিষদের আলোচনা সভা ও ২১সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার সময় জেলা সাহিত্য পরিষদেও নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা শেষে এ কমিটি গঠন করা হয়।
প্রভাষক নুরুল আহমেদ’র সভাপতিত্বে ও নূর আলম’র সঞ্চালনায় সকল সদস্যদের উপস্থিতিতে আলোচনা সভা ও সদস্যদের আলোচনা সাপেক্ষে নামপ্রস্তাবনা ও সমর্থনে জাতীয় সাহিত্য পরিষদ মেহেরপুর জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট্য দ্বি-বার্ষিক নির্বাহী কমিটি গঠন করা হয়।
সভাপতি- নুরুল আহমেদ, সহ-সভাপতি- নাসির উদ্দিন,সহ-সভাপতি- আবুল হাসেম,সাধারন সম্পাদক- নূর আলম,সহ-সাধারন সম্পাদক- শওকত আরা মিমি,সহ-সাধারন সম্পাদক- এম. সোহেল রানা,সাংগঠনিক সম্পাদক- শফিকুল ইসলাম সেন্টু,অর্থ সম্পাদক- ওবায়দুর রহমান,প্রচার সম্পাদক- আবু লায়েচ লাভলু,প্রশিক্ষণ, গবেষনা ও উন্নয়ন সম্পাদক- আতাউর রহমান,
দপ্তর সম্পাদক- এনামুল হক মিন্টু,সাহিত্য সম্পাদক- রফিকুল ইসলাম,সাংস্কৃতিক সম্পাদক- আসাদুল ইসলাম (খোকন),নাট্য সম্পাদক- এস এম এ মান্নান,গ্রন্থাগার সম্পাদক- মোহাম্মদ বরকত,সমাজ কল্যাণ সম্পাদক- লাইলী আক্তার।নির্বাহী সদস্যঃ-জি এফ মামুন লাকী, বদরুদোজ্জা, সাজ্জাদ হোসেন, মোদাচ্ছের হোসেন, হেলাল উদ্দীন হিলু প্রমুখ।
আলোচনায় মুজিববর্ষ উপলক্ষে কাব্যগ্রন্থ মুজিব সংখ্যা “ঠিকানা” প্রকাশ করার জন্য প্রস্তুতি গ্রহন করা হ এবং সাব কমিটি গঠন করা হয়।