মেহেরপুর জেলা আওয়ামী লীগসহ ৫টি ইউনিটের সম্মেলনের দিন নির্ধারণ করা হয়েছে। অন্য ইউনিটগুলো হচ্ছে মেহেরপুর পৌর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, গাংনী উপজেলা আওয়ামী লীগ ও মুজিবনগর উপজেলা আওয়ামী লীগ।
আজ বৃহস্পতিবার বিকালে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত মোতাবেক ৬ ডিসেম্বর জেলা আওয়ামী লীগ, ১৮ নভেম্বর মুজিবনগর উপজেলা আওয়ামী লীগ, ১৯ নভেম্বর সদর উপজেলা আওয়ামী লীগ, ২০ নভেম্বর মেহেরপুর পৌর আওয়ামী লীগ ও ৫ ডিসেম্বর গাংনী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
বর্ধিত সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম প্রধান অতিথি এবং সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেলন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।