মেহেরপুর জেলা কারাগারে কয়েদিদের মাঝে বাঙ্গালীর শীতকালীন ভাপা পিঠা পরিবেশন করা হয়েছে।
বুধবার সকালে মেহেরপুর জেলা কারাগারের কারা কর্তৃপক্ষ এএসএম কামরুল হুদা বন্দিদের মাঝে ঐতিহ্যবাহী পিঠা পরিবেশন করেন।
কারা কর্তৃপক্ষ (জেল সুপার) এএসএম কামরুল হুদা জানায়, বুধবার সকালে ২৩১ জন পুরুষ ও ৬ জন নারী বন্দিকে পিঠা খাওয়ানো হয়।
কারাগারের মধ্যে শীতের পিঠা খেয়ে অনেক খুশি বন্দিরা। পিঠা বিতরণের সময় কারা অভ্যন্তরের সকল কারা রক্ষীসহ কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
মে প্র/আর পি