মেহেরপুরে ব্যাপক গণসংযোগ চালালেন ছাত্রলীগ ও সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ। মেহেরপুর পৌরসভার দলীয় মেয়র প্রার্থী মাহফুজুর রহমান রিটনের পক্ষে গণসংযোগ, লিফলেট বিতরণ ও ভোটারদের কাছে ভোট চাইলেন জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক কোট, হোটেল বাজার ও বড়বাজার এলাকায় বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ গণসংযোগ চালান তারা।
মেহেরপুর জেলা ছাত্র লীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, জেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক আরিফুল এনাম বকুল, সাবেক ছাত্রনেতা ও জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফওয়ান আহমেদ রূপক, বারিকুল ইসলাম লিজন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি দুলাল মাহমুদ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার জুলকারনাইন বায়োজিদ, মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ, সাধারণ সম্পাদক কুতুবউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ ব্যাপক গণসংযোগ চালান।
এসময় তারা নৌকা মার্কায় ভোট চান এবং লিফলেট বিতরণ করেন।