গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এর মেহেরপুর আগমন উপলক্ষে মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়।
শনিবার সকালে মেহেরপুর সরকারি কলেজ থেকে আনন্দ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক অতিক্রম করে মেহেরপুর সার্কিট হাউজে এসে শেষ সংক্ষিপ বক্তব্য দেয় নেতা কর্মীরা।
মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন ও সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ, সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন সহ অন্যান্য নেতা কর্মীরা সেখানে বক্তব্য রাখেন।
মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের নেতৃত্বে আনন্দ মিছিলে অন্যদের মধ্যে সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ, সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন সহ মেহেরপুর জেলা ছাত্রলীগ উপজেলা ও কলেজ কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।