কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় সারা দেশের ন্যায় মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে জনসাধারণের মাঝে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে। দেশে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জনগণকে সচেতন করতে দ্বিতীয় দফায় মাঠে নেমেছে পুলিশ।
রবিবার (২১ মার্চ) দেশব্যাপী শুরু হয়েছে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি। সারা দেশের ন্যায় মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে শহরের হোটেল বাজার থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থানে পথচারীদের মাঝে জনসচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম বলেন, আপাতত বাধ্য করা নয়, স্বাস্থ্যবিধি মানতে মাঠ পর্যায়ে সবাইকে উদ্বুদ্ধ করতে পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় মাঠ পর্যায়ে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানতে অনুপ্রেরণা ও উদ্বুদ্ধ করা হবে। দরিদ্রদের মাস্কও দেবে পুলিশ। জনসাধারণকে উদ্বুদ্ধ করা ও অনুপ্রেরণা জোগাতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। গ্রাম-গঞ্জেও জনসাধারণকে উদ্বুদ্ধ করা হবে, প্রয়োজনে বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হবে। স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে আমরা জনসাধারণকে উদ্বুদ্ধ করতে চাই। আজ থেকে রাস্তায় থাকবে নজরদারি। এসময় সদর থানার ওসি শাহ দারা, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি শরিফুল ইসলামসহ জেলা পুলিশ ও সদস্যরা উপস্থিত ছিলেন।