মেহেরপুর জেলা বিএনপির নবগঠিত আহবায়ক শিল্পপতি জাভেদ মাসুদ মিল্টন ও সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, যুগ্ম আহবায়ক প্রভাসক ফয়েজ মোহাম্মদকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে।
গাংনী বাজারের সকল ব্যবসায়ী সংগঠণ, সাধারণ ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠণের পক্ষ থেকে এই সংবর্ধণা প্রদান করা হয়।
আজ শনিবার (২১ ডিসেম্বর) রাত ৮ টার দিকে গাংনী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে এসে ব্যবসায়ীরা এই সংবর্ধনা প্রদান করেন। এসময় জাভেদ মাসুদ মিল্টনের পক্ষ থেকে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীদের মিষ্টি মুখ করানো হয়।
সংবর্ধণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক শিল্পপতি জাভেদ মাসুদ মিল্টন, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, যুগ্ম আহবায়ক ফয়েজ মোহাম্মদ।
গাংনী বাজার কমিটির সাবেক সভাপতি মাহবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু, সার ব্যবসায়ী এনামুল হোসেন, মোহাম্মদ জিনারুল ইসলাম, স্বর্ন ব্যবসায়ীর পক্ষে জাহিদুল ইসলাম, সালাহ উদ্দিন, রানা আহমেদ, বিনয় কুমার, বস্ত্র ব্যবসায়ীদের পক্ষে আক্তারুজ্জামান কাজল, রবিউল ইসলাম, রেজাউল হক, পরিবেশক সমিতির পক্ষে খোকন, হকার্স মার্কেটের পক্ষে এনামুল হক, আব্দুল বাকী, মার্কেট মালিক সমিতির পক্ষে দেলোয়ার হোসেন বাবু, ইলেক্ট্রনিক ব্যবসায়ীদের পক্ষে সাজু, হাজি সমিতির পক্ষে শফিউল ইসলাম তাদের ফুলের তোড়া তুলে দিয়ে অভিনন্দন জানান।
গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলার সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধণা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বামন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু, মেহেরপুর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দাল হক, গাংনী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও গাংনী পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনসারুল হক ইন্সু, মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, গাংনী উপজেলা যুবদলের সদস্য সচীব জাহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সস্পাদক সাজেদুর রহমান বিপ্লবসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।