বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্দেশনায় মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে মেহেরপুর পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড কালাচাঁদপুর গ্রামে কম্বল বিতরণ করা হয়।
৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কালাচাঁদপুর গ্রামের প্রায় সাড়ে ৮ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে মাহফুজুর রহমান রিটন বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন বলেই আজকে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি।
আজকে অনেক কিছু করার ইচ্ছা থাকা সত্বেও সেগুলো আমরা করতে পারিনি বিভিন্ন বাধাবিঘ্নর কারণে। আমরা সবকিছুর উর্ধ্বে রেখে এই জনগনকে সাথে নিয়ে কাজ করতে চাই।
যখন যে সুযোগগুলো আসবে আমি নিজে আপনাদের দ্বারপ্রান্তে পৌছে দেবো ইনশাআল্লাহ। আমি জানি এই কালাচাঁদপুরে অনেক কাজ বাকি আছে যেগুলো আমাদের করার কথা ছিলো সেগুলো অনেক বাধাবিঘ্নর কারণে আমরা করতে পারিনি।
আমাদের রাস্তা ড্রেন সবকিছুর বারবার টেন্ডার হয়েছে শুধু বাধার কারণে আমরা অগ্রসর হতে পারনি। আপনারা দোয়া করবেন, সাথে থাকবেন আমাদের যে অসম্পূর্ণ কাজগুলো আছে আমরা চেষ্টা করছি খুব দ্রুত সম্পন্ন করার জন্য।
জেলা যুবলীগের সদস্য সুমনের সঞ্চালনায় এ সময় সেখানে বক্তব্য রাখেন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ, প্রবীন আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন প্রমূখ ।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য ইউনুস আলী, সাইদুর রহমান উজ্জল, মাসুম, সরাফদ্দিন, কাজল শেখ, ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ ।