কর্তব্যের তরে, করে গেলে যাঁরা, আত্মবলিদান প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান ”এ প্রতিপাদকে মেহেরপুর জেলা পুলিশের উদ্দ্যেগে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে “পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩” পালিত হয়েছে।
গতকাল বুধবার মেহেরপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে যথাযথ মর্যাদায় ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩’পালন করা হয়।
পুলিশ লাইন্স মাঠে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও স্যালুট জানিয়ে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন ও শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল আহমেদ, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি রাসেল, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলমসহ মেহেরপুর জেলার বিভিন্ন ইউনিট কর্মকর্তা।
পরে পুলিশ লাইন্স ড্রিল সেডে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে সম্মাননা প্রদান ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পুলিশ সুপার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের খোঁজখবর নেন এবং যেকোন প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
গত ২৬ ফেব্রুয়ারি ২০২৩ কর্তব্যরত অবস্থায় ২০২২ সালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম মহোদয় কর্তৃক প্রদত্ত নগদ অর্থ, উপহার সামগ্রী ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম ।