মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে পৌরসভা প্রাঙ্গণে অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়।
পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন নিজ হাতে পৌর এলাকার পাঁচ শতাধিক কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করেন।
কম্বল বিতরণ কালে তিনি বলেন, ইতিমধ্যে তিব্র শীত শুরু হয়েছে। অনেক অসহায় মানুষরা শীত নিবারণ করতে পারছে না। শীতার্তদের পাশে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে। এ সময় তিনি সমাজের বিত্তবানদের ও শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
মেহেরপুর পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, নুরুল আশরাফ রাজিব, বাপ্পি, হামিদা খাতুন, আলপনা খাতুন সহ আরো অনেকে সেখানে উপস্থিত ছিলেন।